Entertainment 

অজয় দেবগন: দেশের প্রথম দলিত ক্রিকেটার পালওয়ানকার বালুর জীবনী চলচ্চিত্রে

খ্যাতিমান অভিনেতা অজয় দেবগন নতুন অবতারে! তিনি আসছেন দেশের প্রথম দলিত ক্রিকেটার পালওয়ানকার বালুর জীবনী অবলম্বনে নির্মিত একটি চলচ্চিত্রে।

‘ময়দান’ ছবিতে সৈয়দ আব্দুল রহিমের ভূমিকায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন অজয়। এবার তিনি আরেক ক্রীড়াবিদের জীবনীতে অভিনয়ের মাধ্যমে নতুন করে দর্শকদের মন জয় করার চেষ্টা করবেন।

চলচ্চিত্রটির পরিচালনা করবেন তিগমাংশু ধুলিয়া। রামচন্দ্র গুহ রচিত ‘আ কর্ণার অফ আ ফরেন ফিল্ড’ বইটি অবলম্বনে নির্মিত হবে এই ছবি।

পালওয়ানকার বালু ছিলেন একজন অসাধারণ ক্রিকেটার। তিনি ১৮৯৬ সালে হিন্দু জিমখানার হয়ে খেলতে শুরু করেন এবং ১৯১২ সালে ভারতীয় ক্রিকেট দলের সদস্য হন। তিনি ছিলেন একজন দক্ষ ব্যাটসম্যান এবং ফিল্ডার।

কিন্তু বর্ণবাদের শিকার হয়ে তাকে দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে থাকতে হয়েছিল। ১৯২১ সালে তিনি আবার ভারতীয় দলে ফিরে আসেন এবং ইংল্যান্ড সফরে যান।

অজয় দেবগন এই চলচ্চিত্রে বালুর জীবনের সংগ্রাম ও অর্জন তুলে ধরবেন। তিনি বালুর চরিত্রে অভিনয় করার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছেন।

এই চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে প্রীতি সিনহার প্রযোজনা সংস্থা ‘এসকেএন ফিল্মস’-এর ব্যানারে।

চলচ্চিত্রের শুটিং শুরু হবে চলতি বছরের শেষের দিকে।

আশা করা যাচ্ছে, এই চলচ্চিত্রটি দর্শকদের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে।

Related posts

Leave a Comment