Entertainment 

অনির্বাণ, ঋত্তিক ও রুদ্রনীল একসঙ্গে! ছবি বানাচ্ছেন সৃজিত

টলিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের কাজের প্রতি ঝোঁক যে কোনও দর্শকই লক্ষ্য করেছেন। বছরের শুরুতেই একের পর এক কাজের পরিকল্পনা করে চলেছেন তিনি।

বর্তমানে দেব ও রুক্মিণী মৈত্রকে নিয়ে ‘টেক্কা’ ছবির শুটিংয়ে ব্যস্ত পরিচালক। মার্চ মাসে নতুন ফেলুদা সিরিজ় ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’-এর শুটিংয়ে কাশ্মীরে পৌঁছে যাবেন তিনি। এদিকে ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যাচ্ছে, নতুন একটি ছবির পরিকল্পনা করে ফেলেছেন পরিচালক।

সৃজিতের এই নতুন ছবিতে থাকছেন টলিপাড়ার একঝাঁক তারকা। শোনা যাচ্ছে, ছবিতে মুখ্য চরিত্রে থাকছেন ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য এবং রুদ্রনীল ঘোষ। নতুন তিন অভিনেতাকে নিয়ে চর্চা শুরু হয়েছে বলে, অনেকেই অনুমান করছেন সৃজিত হয়তো ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভিঞ্চি দা’ ছবির সিক্যুয়েলের পরিকল্পনা করছেন। কারণ, এই ছবিতে ত্রয়ী ছিলেন।

কিন্তু টলিপাড়ার এক সূত্রের দাবি, এই ছবিটি ‘ভিঞ্চি দা’র সিক্যুয়েল নয়। ‘ভিঞ্চি দা’র চিত্রনাট্য লিখেছিলেন রুদ্রনীল ঘোষ। তাঁর সঙ্গে এই ছবি নিয়ে সৃজিতের আরও বৈঠক হওয়ার কথা রয়েছে।

Related posts

Leave a Comment