অসময়ে বৃষ্টির আশঙ্কা : কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: নিম্নচাপের আবহে অসময়ে বৃষ্টির আশঙ্কা। বৃষ্টির পরিমাণ বাড়লে ফসলের ক্ষতির পরিমাণও বাড়বে বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা। পাকা ধান ও শীতকালীন সবজি চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা। অত্যধিক বৃষ্টি হলে ক্ষয়-ক্ষতির পরিমাণ বাড়বে রাজ্যের বেশ কিছু জেলায়। কৃষি বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, ধান পাকলে তা কেটে ফেলতে হবে। যে সব জেলায় আলুচাষ বেশি হয় সেখানে চাষ শুরুর ক্ষেত্রে অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। বৃষ্টি হলে জল জমে গেলে তা দ্রুত সরিয়ে ফেলতে হবে। এই মুহূর্তে জমিতে সার ও কীটনাশক ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর,নিম্নচাপের জেরে উত্তাল হতে পারে সমুদ্র ও নদী। আগামীকাল শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। রাজ্যে প্রশাসনিক তৎপরতা বাড়ানো হয়েছে। (ছবি: সংগৃহীত)