আবহাওয়ার পূর্বাভাস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ৷ এ বিষয়ে আবহাওয়া দফতর সূত্রে বলা হয়েছে, মৌসুমী অক্ষরেখা রাজস্থান ও মধ্যপ্রদেশ হয়ে ঝাড়খন্ড থেকে পশ্চিমবঙ্গের পুরুলিয়া ও দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে । নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ আরও জোরালো হচ্ছে বলে খবর। তা গতিপথ পরিবর্তন হয়ে শক্তিশালী হওয়ার সম্ভাবনা। পরবর্তী সময়ে এই নিম্নচাপ ওড়িশার দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। (ছবি: সংগৃহীত)