economic freedom indexBreaking News Others World 

আর্থিক স্বাধীনতা সূচক : শীর্ষে সিঙ্গাপুর : নামলো ভারত

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : আর্থিক স্বাধীনতা সূচকে ভারত ৮৭ তম স্থানে। একধাপ নিচে নেমেছে দেশ। কানাডার ফ্রেজার ইনস্টিটিউটের “ইকোনমিক ফ্রিডম অফ দা ওয়ার্ল্ড-২০২১অ্যানুয়াল রিপোর্টে এই তথ্য সামনে এসেছে। ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বিশ্বের ১৬৫টি দেশের মধ্যে ভারত ৮৭ তম স্থানে রয়েছে। গত বছর ভারত ৮৬ নম্বরে ছিল বলে জানানো হয়েছে। এই রিপোর্টে বলা হয়েছে, রাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। হংকং,সুইজারল্যান্ড,নিউজিল্যান্ড ও ইউ এস পরপর রয়েছে। চিন রয়েছে ১১১ নম্বরে। তালিকায় সব শেষে রয়েছে ভেনেজুয়েলা। (ছবি:সংগৃহীত)

Related posts

Leave a Comment