Entertainment 

এখনো ভাত মেখে খাইয়ে দেয় মা, জানালেন সৌমিতৃষা

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। ‘মিঠাই’ ধারাবাহিকের মাধ্যমে তিনি এক অন্য মাত্রায় জনপ্রিয়তা অর্জন করেছেন। ছোটপর্দার গণ্ডি পেরিয়ে এবার তিনি বড়পর্দায় পা রাখছেন। ‘প্রধান’ ছবিতে সুপারস্টার দেবের বিপরীতে অভিনয় করছেন তিনি।

সৌমিতৃষার প্রেম-জীবন নিয়ে সবসময়ই দর্শকদের কৌতূহল থাকে। একসময় তাঁর সঙ্গে কো-স্টার আদৃত রায়ের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সৌমিতৃষা নিজেই এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন।

সৌমিতৃষা নিজেও প্রেমে পড়তে চান। তবে তাঁর প্রেম-ধারণা একটু ভিন্ন। তিনি ‘ওল্ড স্কুল রোম্যান্স’-এ বিশ্বাসী। হুট করে কারও সঙ্গে ডেটে যাওয়া একদম না-পসন্দ তাঁর। পুরুষ বন্ধুদের সঙ্গে হ্যাং আউট করেন ঠিকই, তবে ডেটে যাওয়াতে কোনও আগ্রহ নেই।

সৌমিতৃষা বলেন, “আগে আমি বোঝার চেষ্টা করি, যাঁকে দেখে ভাল লাগছে, তাঁর সঙ্গে বিয়ে করে সংসার করতে পারব কি না।” তিনি ক্যাজুয়াল প্রেম-মেশামেশায় নেই। সিরিয়াল রিলেশনশিপেই জড়াতে চান।

Related posts

Leave a Comment