wankhede stadiumBreaking News Others Sports World 

ওয়াঙখেড়ে মহাযুদ্ধের একনজর

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: আজ ওয়াঙখেড়ে মহারণে ভারত-নিউজিল্যান্ড। একদিনের ক্রিকেট বিশ্বকাপে এই মাঠে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল যুদ্ধ। বাইশ গজে এই ক্রিকেট যুদ্ধ ঘিরে উন্মাদনা ক্রিকেট বিশ্বে। এই পর্যন্ত বিশ্বকাপের আসরে এই দুটি দল মুখোমুখি হয়েছে ১০ বার। ভারত জয়ী হয়েছে ৪টি ম্যাচ। নিউজিল্যান্ড জয়ী হয়েছে ৫টি ম্যাচ। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। তবে মুম্বাইয়ের ওয়াঙখেড় স্টেডিয়ামে চলতি বিশ্বকাপে এ পর্যন্ত ৪টি ম্যাচের ৩টিতে জয় পেয়েছে প্রথমে ব্যাট করা দল। ২১ অক্টোবর ২২৯ রানে জয়ী হয় দক্ষিণ আফ্রিকা। ম্যাচের ফলাফল: দক্ষিণ আফ্রিকা ৩৯৯-৭ ও ইংল্যান্ড ১৭০। ২৪ অক্টোবর ১৪৯ রানে বাংলাদেশকে হারায় দক্ষিণ আফ্রিকা। ম্যাচের ফলাফল: দক্ষিণ আফ্রিকা ৩৮২-৫ও বাংলাদেশ ২৩৩ রান। ২ নভেম্বর ভারত ৩০২ রানে শ্রীলঙ্কাকে পরাজিত করে। এই ম্যাচের ফলাফল: ৭ নভেম্বর ওয়াঙখেড় স্টেডিয়ামে ৩ উইকেটে জয়ী হয় অস্ট্রেলিয়া। ম্যাচের ফলাফল: আফগানিস্তান ২৯১-৫ ও অস্ট্রেলিয়া ২৯৩-৭ । এক্ষেত্রে এই মাঠে টস একটি বড় ফ্যাক্টর হতে চলেছে।

(ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment