bharat newjiland matchBreaking News Others Sports World 

ওয়াঙখেড়ে মহারণ ভারত-নিউজিল্যান্ড

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি:একদিনের ক্রিকেট বিশ্বকাপে ওয়াঙখেড়ে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালের যুদ্ধ। বাইশ গজে এই বিশ্বযুদ্ধ ঘিরে উন্মাদনা। এই পর্যন্ত বিশ্বকাপের আসরে মুখোমুখি হয়েছে ১০ বার। একনজর দেখে নিন সেই ছবিটা। ভারত জয়ী হয়েছে ৪টি ম্যাচ। নিউজিল্যান্ড জয়ী হয়েছে ৫টি ম্যাচ। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। ১৯৭৫ সালের বিশ্বকাপে ম্যাঞ্চেস্টারে নিউজিল্যান্ড ভারতকে হারিয়েছিল ৪ উইকেটে। ১৯৭৯ সালের বিশ্বকাপে লিডসে নিউজিল্যান্ড জয়ী হয় ৮ উইকেটে। ১৯৮৭ সালের বেঙ্গালুরুতে ভারত জয়ী হয় ১৬ রানে। ওই বিশ্বকাপে নাগপুরে ভারত জয়ী হয় ৯ উইকেটে। ১৯৯২ সালের বিশ্বকাপে দুনেডিনে নিউজিল্যান্ড জয়ী হয় ৪ উইকেটে। ১৯৯৯ সালে নটিংহ্যামে নিউজিল্যান্ড জয়ী হয় ৫ উইকেটে।২০০৩ সালে সেঞ্চুরিয়ানে ভারত জয়ী হয় ৭ উইকেটে। ২০১৯ সালে সেমিফাইনালে ম্যাঞ্চেস্টারে নিউজিল্যান্ড জয়ী হয় ১৮ রানে। ২০২৩ সালে ধরমশালায় ভারত জয়ী হয় ৪ উইকেটে। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment