Entertainment 

কাকে নিজের আদর্শ মনে করেন সৌমিতৃষা? সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন অভিনেত্রী

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “মিঠাই”-এর মাধ্যমে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এই ধারাবাহিক শেষ হতে না হতেই তিনি টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা দেবের বিপরীতে “প্রধান” ছবিতে অভিনয়ের সুযোগ পান। এই ছবির শুটিংয়ের সময় সৌমিতৃষা তার আদর্শ সম্পর্কে একটি ভিডিও পোস্ট করেছেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, সৌমিতৃষা শ্রীদেবীর বিখ্যাত ছবি “চাঁদনি”-এর “তেরে মেরে হোঁঠো পে” গানে নাচছেন। এই গানে শ্রীদেবীর যে স্টেপগুলি ছিল, সৌমিতৃষা সেগুলিও করেছেন। ভিডিওটি পোস্ট করে সৌমিতৃষা লিখেছেন, “উনিই আমার আদর্শ।”

সৌমিতৃষা বলেন, “শ্রীদেবী একজন অসাধারণ অভিনেত্রী এবং নৃত্যশিল্পী। তার অভিনয় এবং নাচ আমাকে সবসময় মুগ্ধ করে। আমি ছোটবেলা থেকেই তার ভক্ত।”

সৌমিতৃষার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। নেটিজেনরা তার নাচের প্রশংসা করেছেন। অনেকে বলেছেন, সৌমিতৃষা শ্রীদেবীর মতোই একজন প্রতিভাবান অভিনেত্রী এবং নৃত্যশিল্পী।

Related posts

Leave a Comment