karbon effectBreaking News Others 

কার্বন-দূষণ নিয়ে ভাবনা

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: কার্বন-দূষণ নিয়ে ভাবনার দিন এসেছে। ভয়াবহ-কার্বন বৈষম্যের বিষয়টি আগামী দিনে বিপর্যয়ের কারণ হয়ে উঠতে চলেছে। বিশ্বের বিভিন্ন দেশে আর্থিক বৈষম্য বেড়েছে। বিশ্বের দরিদ্র ও প্রান্তিক মানুষদের বেঁচে থাকার অধিকার ক্রমশ বিপন্ন হয়ে উঠছে। আগামী এক দশকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই মুহূর্তে প্রায় ১৩ লক্ষ মানুষের জীবন বিপন্ন হয়ে উঠতে চলেছে। ভয়াবহ কার্বন বৈষম্যের ছবি সামনে এল একটি সমীক্ষায়। অক্সফ্যাম,স্টকহোম এনভায়রনমেন্ট ইনস্টিটিউড ও দা গার্ডিয়ান পত্রিকা এই সমীক্ষার ছবিটা প্রকাশ্যে এনেছে। তাতে উদ্বেগের এই ছবিটা দিনের আলোর মতো পরিষ্কার হয়েছে। সমীক্ষাটিতে উল্লেখ করা হয়েছে, ১৯৯০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড মানুষের জন্য বাতাসে মিশেছে তার পরিমাণ বাকি ৯৯ শতাংশ মানুষের ১৫০০ বছরের কার্বন নিঃসরণের সমান। ওই সমীক্ষায় আরও তুলে ধরা হয়েছে, একদিকে বিশ্বের বিভিন্ন প্রান্তে তাপপ্রবাহ প্রবলভাবে বেড়ে চলেছে। তাপপ্রবাহ জনিত মৃত্যুহারও বেড়েছে। অন্যদিকে সমুদ্রের জলস্তর বৃদ্ধি হওয়ায় সঙ্কট আরও প্রকট হচ্ছে। দ্বীপরাষ্ট্রগুলির ভবিষ্যৎ ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে জলবায়ু পরিবর্তন-প্রতিরোধী পদক্ষেগুলি নেওয়াটা খুবই জরুরি হয়ে পড়েছে।
(ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment