champion austreliaBreaking News Others Sports World 

চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া : স্বপ্নভঙ্গ ভারতের : বিশ্ব মঞ্চে প্রাপ্তি

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: তিনের পুনরাবৃত্তি তেইশে। বিশ্বজয়ের স্বপ্নভঙ্গ ভারতের। চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তীরে এসে তরী ডুবে যাওয়ার পর বিভিন্ন মহলের বিবিধ মন্তব্য। বিশ্বকাপের এত কাছে গিয়েও বিশ্বকাপ ধরা হল না রোহিত শর্মার। কামিন্সের হাতে বিশ্বকাপ। সতীর্থদের উন্মাদনা। “ফাইনালেই সেরাটা দিতে চেয়েছি”-মন্তব্য প্যাট কামিন্সের। অন্যদিকে কাপ না জিতলেও দল নিয়ে গর্বিত বলে মন্তব্য করেছেন রোহিত শর্মা। আমেদাবাদে এই ফাইনালের ফলাফল:ভারত ২৪০ (৫০)। অস্ট্রেলিয়া ২৪১-৪(৪৩)।
বিশ্ব সেরার মঞ্চে কি প্রাপ্তি ঘটল তার একনজর।
অস্ট্রেলিয়া এই নিয়ে ৬ বার চ্যাম্পিয়ন হল। সালগুলি ১৯৮৭,১৯৯৯,২০০৩,২০০৭,২০১৫ ও ২০২৩। ভারত চ্যাম্পিয়ন ১৯৮৩ ও ২০১১ সালে। বিশ্বকাপে রানার্স ২০০৩ ও ২০২৩। ফাইনাল২০২৩: ম্যাচ সেরা ট্র্যাভিস হেড। তিনি রান করেছেন ১২০ বলে ১৩৭। বিশ্বকাপ প্রতিযোগিতার সেরা হয়েছেন বিরাট কোহলি। তাঁর রান সংখ্যা ৭৬৫। সর্বাধিক উইকেট পেয়েছেন মহম্মদ সামি। উইকেট সংখ্যা ২৪। বিশ্বকাপে সর্বাধিক ক্যাচ ধরেছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। ক্যাচ সংখ্যা ১১টি। এক ম্যাচে সর্বোচ্চ রান করেছেন অস্ট্রেলিয়া দলের গ্লেন ম্যাক্সওয়েল। তিনি অপরাজিত ২০১ রান করেন। চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দলের পুরস্কার মূল্য প্রায় ৩৩ কোটি টাকা। রানার্স ভারতীয় দলের পুরস্কার মূল্য প্রায় ১৬ কোটি টাকা। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment