Entertainment 

জগদ্ধাত্রী ধারাবাহিকে রোমাঞ্চকর মোড়! নতুন রহস্য সামনে এলো জগদ্ধাত্রীর

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীতে টানটান উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। কৌশিকী মুখার্জির গুলি রহস্যের সমাধানের চেষ্টা করতে গিয়ে গল্পে নতুন মোড় এসেছে। সবার সামনে ধরা পড়েছেন রাজনাথ মুখার্জি!

জগদ্ধাত্রীকে মারার জন্য শত্রুপক্ষ কৌশিকীকে গুলি করে।
আহত কৌশিকী হাসপাতালে ভর্তি।জগদ্ধাত্রী ও স্বয়ম্ভু রহস্য উদঘাটনের জন্য মৃত হয়ে আড়ালে যায়।

হাসপাতালে জগদ্ধাত্রীকে সব সত্যি বলে দেয় কৌশিকী।
কৌশিকী দিব্যা সেনকে ফোন করে বলে যে সে রিসর্টে দিব্যা সেনের আসা, তার গাড়ির নম্বর সবটাই দেখেছে।কৌশিকী আরও বলে যে সে দিব্যা সেনের চক্রান্ত আগের থেকেই জেনে গিয়েছিল।

Related posts

Leave a Comment