Entertainment 

জন্মদিন পালন করতে ভালো লাগে না, জানালেন স্বস্তিকা দত্ত!

২৩ এপ্রিল, মঙ্গলবার অভিনেত্রী স্বস্তিকা দত্ত তার জন্মদিন উদযাপন করলেন বাড়িতে। ৪০ ডিগ্রি ছুঁয়ে যাওয়া গরমের কারণে তিনি বাইরে বেরিয়ে কিছু করতে চাননি।

স্বস্তিকা জানিয়েছেন, তিনি শান্তিপূর্ণ পরিবেশ পছন্দ করেন। তিনি মা-বাবার সাথেই থাকেন এবং বন্ধুরা মাঝেমধ্যে আসা-যাওয়া করেন। গত বছর তিনি সন্ধ্যায় বাইরে বেরিয়েছিলেন, কিন্তু এ বছর তার মন সেরকম ছিল না। তিনি খাওয়া-দাওয়া সেরে বাড়িতেই বিশ্রাম নিতে চেয়েছেন।

তবে বাড়িতে থাকলেও অনুরাগীদের ভুলতে চান না স্বস্তিকা। প্রতি বছর তার জন্মদিনে অনুরাগী এবং ফ্যানক্লাবের তরফে সমাজমাধ্যমে শুভেচ্ছাবার্তায় ভাসেন অভিনেত্রী। মঙ্গলবার সন্ধ্যায় তাই তাদের সাথে আলাদা ভাবে কথা বলতে চান স্বস্তিকা।

মধ্যবিত্ত পরিবারের মেয়ে হওয়ায় দুপুরের খাবারে খুব বেশি আয়োজন করতে মাকে নিষেধ করেছেন তিনি। ভাত, মুরগির মাংস আর আমের টক ছাড়া আর কিছু নয়।

স্বস্তিকা নিজে কারও জন্য পার্টির আয়োজন করতে পছন্দ করেন না। আবার এটাও চান না যে, কেউ তার জন্য পার্টির আয়োজন করুক। জীবনের কিছু কিছু মুহূর্তকে ‘ব্যক্তিগত’ রাখতেই পছন্দ করেন তিনি।

চলতি মাসেই মুক্তি পাবে স্বস্তিকা অভিনীত ছবি ‘আলাপ’। তার পরেই নতুন একটি ওয়েব সিরিজ়ের শুটিং শুরু করতে পারেন অভিনেত্রী।

Related posts

Leave a Comment