Entertainment 

টিআরপি তালিকায় ফের এক নম্বরে জগদ্ধাত্রী! বাকিদের অবস্থান কোথায়?

চলতি সপ্তাহের টিআরপি তালিকায় জি বাংলার ‘জগদ্ধাত্রী’ এক নম্বরে স্থান করে নিয়েছে। জ্যাস সান্যাল এবং সয়ম্ভু মুখোপাধ্যায়ের অভিনীত এই ধারাবাহিক পেয়েছে ৮.৭ রেটিং।

দ্বিতীয় স্থানে যুগ্মভাবে রয়েছে একই চ্যানেলের ‘ফুলকি’ (৮.১) এবং স্টার জলসার ‘গীতা এল.এল.বি’ (৮.১)। ‘গীতা এল.এল.বি’ গত কয়েক সপ্তাহে দর্শকদের মন জয় করে দ্রুত তালিকায় উঠে এসেছে।
তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসার ‘নিমফুলের মধু’ (৭.৮)।

চতুর্থ স্থানে থাকা ‘অনুরাগের ছোঁয়া’র (৭.২) নম্বর ধীরে ধীরে কমছে।এ সপ্তাহের অন্যতম চমক হল স্টার জলসার ‘কথা’। অল্প সময়ের মধ্যেই এই ধারাবাহিক দর্শকদের মন জয় করে পঞ্চম স্থান দখল করেছে।

বাকি ধারাবাহিকগুলির অবস্থান
ষষ্ঠ – ‘রাঙা বউ’ (৭.০)
সপ্তম – ‘হরগৌরী পাইস হোটেল’ (৬.৯)
অষ্টম – ‘এক্কা দোক্কা’ (৬.৭)
নবম – ‘পঞ্চমী’ (৬.৫)
দশম – ‘খেলনা বাড়ি’ (৬.৪)

Related posts

Leave a Comment