টি-টোয়েন্টি রাঙ্কিংয়ে উত্তরণ কোহলির
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আইসিসি টি-টোয়েন্টি রাঙ্কিং তালিকায় উত্তরণ ঘটল বিরাট কোহলির। ভারতীয় দলের এই ক্রিকেটার ১৫ নম্বরে চলে এলেন। তাঁর রেটিং পয়েন্ট ৫৯৯। এশিয়া কাপে ভালো ব্যাটিং করার সুবাদে এই সাফল্য। আফগানিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন তিনি। ভারতের আর এক ক্রিকেটার সূর্য কুমার যাদব রয়েছেন ৪ নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ৭৫৫। ১৪ নম্বরে রোহিত শর্মা। বোলিং তালিকায় সাত নম্বরে রয়েছেন ভুবনেশ্বর কুমার।