jamai sasthi 2Breaking News Entertainment Others 

দুয়ারে জামাই : ষষ্ঠীর রসনাতৃপ্তি

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : শ্বশুরবাড়িতে জামাই আদর। জামাইষষ্ঠীতে জামাইয়ের কদর। দুয়ারে জামাই তাঁর আপ্যায়ন। আয়োজনে খামতি রাখা যাবে না। তাই রোদে-পুড়ে ছোটাছুটি ! জামাইদের কাছে বিশেষ দিন। রসনাতৃপ্তির প্রস্তুতি জোরকদমে। বাড়তি দায়িত্ব শাশুড়িদের। আদরের জামাই তাই জমাটি পেটপুজো। সেকেলে জামাইষষ্ঠীর পর্বটা একালে অনেক বদলে গিয়েছে। এসে গিয়েছে “দুয়ারে খালি”। অভিনব তার আয়োজন। শহরতলীর জীবনে জামাইদের জন্য রেস্তোরাঁ ও ক্যাটারারদের নয়া থালি নতুন চমক। জামাইষষ্ঠী স্পেশ্যাল বলে খ্যাত হয়েছে। বাজার আগুন। তার মধ্যে এই বিশেষ পার্বণের সাধ্যমতো তোড়জোড়। আমিষ ছাড়াও নিরামিষভোজী জামাইদের দেখা মেলে
এই বাজারে। তাই খাসির মাংস, ইলিশ ভাপা ও ভেটকির পাতুরি বাদ রেখে জামাই আপ্যায়নে পনির কোপ্তা ও ছানার ডালনা
রাখতে হয়। এই পার্বণের দিনপঞ্জি : ১০ জ্যৈষ্ঠ বৃহস্পতিবার ১৪৩০ সাল বাংলা। ইংরেজি ২৫ মে ২০২৩।
তিথি-ষষ্ঠী অহোরাত্র। অমৃতযোগ-দিবা ঘ ৩-৩১ গতে অস্তবধি। রাত্রি-ঘ ৬-৫২ মিনিট। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment