Entertainment 

দেবের নতুন ছবিতে বরখা বিশ্‌ত, ১৪ বছর পর আবার বড়পর্দায় একসঙ্গে দুজনে!

টলিউডের সুপারস্টার দেবের নতুন ছবি ‘খাদান’। ছবিটি পরিচালনা করবেন সুজিত দত্ত। ছবিতে দেব দ্বৈত চরিত্রে অভিনয় করবেন। একটি চরিত্রে তিনি একজন কয়লা খনি শ্রমিকের চরিত্রে অভিনয় করবেন। অন্যদিকে, আরেকটি চরিত্রে তিনি একজন ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করবেন।

ছবিতে দেবের বিপরীতে ইধিকা পাল অভিনয় করবেন বলে জানা গেছে। তবে, ইদানীং শোনা যাচ্ছে, ছবিতে আরও একজন অভিনেত্রী থাকতে পারেন। তিনি হলেন বলিউড অভিনেত্রী বরখা বিশ্‌ত।

বরখা বিশ্‌ত হিন্দি ছবি এবং সিরিয়ালের পাশাপাশি বাংলা ছবিতেও অভিনয় করেছেন। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘দুই পৃথিবী’ ছবিতে তিনি দেব ও জিৎ-এর বিপরীতে অভিনয় করেছিলেন। এরপর ‘আমি সুভাষ বলছি’, ‘ভিলেন’ এবং ‘ব্ল্যাক’ এ মতো ছবিতে তাঁকে দেখা গেছে।

Related posts

Leave a Comment