dhupgiri bye electionBreaking News Others Politics 

ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচন

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচন। আগামী ৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ। ফল ঘোষণা আগামী ৮ সেপ্টেম্বর। এই নির্বাচনে তৃণমূলের প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায়। বিজেপি প্রার্থী হয়েছেন তাপসী রায়। ধূপগুড়ি বিধানসভায় উপ নির্বাচনে বাম কংগ্রেস জোটের প্রার্থী হলেন ঈশ্বরচন্দ্র রায়। তৃণমূল প্রার্থী ডক্টর নির্মল রায় ধূপগুড়ির গার্লস কলেজের ইতিহাসের অধ্যাপক। রাজবংশী নেতা ও গবেষক হিসেবে তাঁর পরিচিতি রয়েছে। শহীদ সিআরপিএফ জওয়ান জগন্নাথ রায়ের স্ত্রী তাপসী রায়কে এই নির্বাচনে বিজেপি প্রার্থী করেছে। উল্লেখ করা যায়, জলপাইগুড়ি জেলার ধুপগুড়ির উপনির্বাচনে দুই প্রার্থীর দু-জনই শিক্ষক পদে রয়েছেন। একজন কলেজের অন্য জন স্কুলের। প্রার্থী ঘোষণায় বাম-কংগ্রেস জোট। উত্তরবঙ্গের ভাওয়াইয়া লোকগানের শিল্পী রাজবংশী সম্প্রদায়ের ঈশ্বরচন্দ্র রায় প্রার্থী হয়েছেন বাম-কংগ্রেস জোটের। ধূপগুড়ি উপনির্বাচনে বড় ফ্যাক্টর রাজবংশী ভোট। উল্লেখ্য,২০২১ সালে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন মিতালি রায়। তাঁকে হারিয়ে ধূপগুড়ি বিধানসভা আসনে জয়ী হন বিজেপির বিষ্ণুপদ রায়। ২০২১ সালের বিধানসভা ভোটের ফল অনুযায়ী দেখা যাচ্ছে ,বিজেপির বিষ্ণুপদ রায় ভোট পান ১ লক্ষ ৪ হাজার ৬৮৮ ভোট। তৃণমূল কংগ্রেসের মিতালি রায় পেয়েছিলেন ১ লক্ষ ৩৩৩ ভোট। সংযুক্ত মোর্চা পেয়েছিলেন ১৩ হাজার ১০৭ ভোট ।
৪ হাজার ৩৫৫ ভোটের ব্যবধানে এই আসন পরাজিত হয় তৃণমূল কংগ্রেস। এখন দেখার বিষয় ধূপগুড়ির উপনির্বাচনে ফলাফল কোনদিকে গড়ায়। অপেক্ষা শুধু সময়ের। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment