নিউজিল্যান্ড শেষ চারের দিকে
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপে শেষ চারের দিকে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারাল নিউজিল্যান্ড। ম্যাচ সেরা হয়েছেন ট্রেন্ট বোল্ট। তিনি ১০ ওভার বল করে ৩৭ রান দিয়ে ৩ উইকেট দখল করেছেন। এই ম্যাচের ফলাফল: শ্রীলঙ্কা ১৭১(৪৬.৪)ও নিউজিল্যান্ড ১৭২-৫(২৩.২)। এই মুহূর্তে ভারত ৮ ম্যাচে ১৬ পয়েন্ট। অস্ট্রেলিয়া ৮ ম্যাচে ১২ পয়েন্ট। দক্ষিণ আফ্রিকা ৮ ম্যাচে ১২ পয়েন্ট। নিউজিল্যান্ড ৯ ম্যাচে ১০ পয়েন্ট। ইডেনে সেমিফাইনাল অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে। নিউজিল্যান্ডের জয়ের পর ইডেনে ভারত-পাক সেমিফাইনালের সম্ভাবনা কার্যত শেষ। চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি।
(ছবি: সংগৃহীত)