Entertainment 

প্রেম-টেম অত পোষায় না, একদম সোজা বিয়ে করে সংসার করব! জানালেন সৌমিতৃষা

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দায়ও পা রাখতে চলেছেন তিনি। ‘প্রধান’ ছবিতে সুপারস্টার দেবের বিপরীতে অভিনয় করছেন তিনি।

সৌমিতৃষা আপাতত সিঙ্গল। তবে প্রেম করতে চান তিনি। তবে তাঁর প্রেমের নিয়মটা একটু অন্যরকম। তিনি হুট করে কারও সঙ্গে ডেটে যাওয়া পছন্দ করেন না। আগে ভালো করে বুঝে নিতে চান, সেই মানুষটা তাঁর জন্য উপযুক্ত কি না।

সৌমিতৃষা বলেন, “আমি আগে দেখি মানুষটা আমার মতো কি না। তার মানসিকতা, তার ভাবনা, তার জীবনযাত্রা— সবকিছু মিলে কি না। তারপর সিদ্ধান্ত নিই।”

সৌমিতৃষার স্বপ্নের পাত্র একজন ডাক্তার। তিনি বলেন, “আমার ডাক্তার পছন্দ। বেশ কেয়ারিং হবে। রান্না করে খাওয়াবে। একবার তো মিঠাই-য়ের সেটে খুব অসুস্থ হয়ে পড়ি। ডাক্তারও ডাকা হয়। ভেবেছিলাম হ্যান্ডসাম কেউ আসবে। সেই জায়গায় আসে এক ডাক্তার কাকু।”

তবে আপাতত প্রেম বা বিয়ের সময় নেই সৌমিতৃষার। তিনি বলেন, “এখন কেরিয়ারে গড়তেই ব্যস্ত। তাই যে আমার গলায় মালা দিতে চায় তাঁকে অন্তত ৭-৮ বছর অপেক্ষা করতে হবে।”

Related posts

Leave a Comment