বাঙালি বিজ্ঞানী শিবাশিস লাহার স্বীকৃতি
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি:নাসায় পুরস্কৃত বাঙালি বিজ্ঞানী। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর এক্সেপশনাল সায়েন্টিফিক আচিভমেন্ট মেডেল পেয়েছেন বাঙালি বিজ্ঞানী শিবাশিস লাহা। এই প্রথম নাসার পক্ষ থেকে এই পুরস্কারপ্রাপ্তি ঘটল বাঙালি বিজ্ঞানীর। ব্ল্যাক হোলের চৌম্বক মেরু পরিবর্তন সংক্রান্ত আবিষ্কারের জন্য তাঁর এই পুরস্কার প্রাপ্তি। ১৯৬২ সাল থেকে পুরস্কারটি দেওয়া শুরু হয়। ইতিপূর্বে এই পুরস্কার পেয়েছেন রিকার্ডো গিয়াক্কনি,মারিও মলিনা সহ বিশিষ্ট নোবেলজয়ীরা। (ছবি:সংগৃহীত)