durga faceEntertainment Others 

বাঙালি মনে-মননে উৎসব

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দেবী দুর্গার আগমনী বার্তায় আকাশে-বাতাসে পুজোর গন্ধ মাখা। দুর্গা পুজোকে কেন্দ্র করে সেজে উঠছে প্রকৃতি ও পরিবেশ। এই পুজোকে কেন্দ্র করেই মৃৎশিল্পী-প্যান্ডেল নির্মাণকারী সহ পুজোর সঙ্গে যুক্ত ব্যক্তিদের নানা পরিকল্পনা। বাঙালি মনে-মননে উৎসবের আমেজ। সমাজসেবী মহলেও বিবিধ কর্মসূচি রয়েছে। বাজার-দোকানগুলিতে ভিড়। ঢাকের শব্দের প্রতীক্ষায় বাংলা ও বাঙালি। মহালয়ার পুন্যলগ্নের প্রত্যাশা। পুজোর আগে বিবিধ উপহার নিয়ে মাতোয়ারা শিশু-কিশোর। শারদ উৎসবকে সর্বাঙ্গীন করে তুলতে রাজ্যের বিভিন্ন জেলায় জোর প্রস্তুতি চলেছে।
(ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment