world poetry dayBreaking News Education Entertainment 

বিশ্ব কবিতা দিবস

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি:বিশ্ব কবিতা দিবস। ইউনেস্কো এই দিনটি পালনের কথা ঘোষণা করে। কবিতা কোনও কাজে লাগে না। কবিতার কোনও বাজার নেই। এই নিয়ে মতান্তরের শেষ নেই। বিভিন্ন মহলে কবিতা নিয়েও নানা সমালোচনা রয়েছে। কবিদেরও সমালোচনা করা হয়ে থাকে। একাংশ মানুষের বক্তব্য,মনে মুখে কবিতা নেই এমন মানুষের সংখ্যা রয়েছে অগণিত। উল্লেখ করা যায়, ২০০৭ সালে কালো মানুষের অধিকারের দাবিতে মানুষ রাস্তায় নেমেছিল। সেখানেও কবিতার মাধ্যমে মনের কথা প্রকাশ করা হয়েছিল। দেশ ও বিশ্বের বহু আন্দোলনের ক্ষেত্রে কবিতার ভাষায় ভাব প্রকাশ করা হয়েছে। কবিতার ভূমিকা সব সময়ই রয়েছে। পাশাপাশি কবিদেরও বিশেষ গুরুত্ব রয়েছে। মানবজাতিকে কবিতা ও কবিরা পথ দেখিয়েছে সব সময়। দিনটির স্মরণ।

Related posts

Leave a Comment