oscar and indiaBreaking News Entertainment Others World 

ভারতের অস্কার জয়ীরা

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : এস এস রাজামৌলির ছবি “আর আর আর”-এর হিট গান “নাটু নাটু” এবার অস্কার মঞ্চে শিরোপা জয়ী। প্রথমে লাইভ পারফর্ম্যান্স, তারপর “সেরা মৌলিক গান” বিভাগে শিরোপা জয়ী । ৮০তম গোল্ডেন গ্লোবের পর দেশে অস্কার নিয়ে এল এই গান। ৮ ভারতীয় অস্কার জয়ীদের একনজর দেখে নেওয়া যাক।
১৯৮৩ সালে ভানু আথাইয়া “গান্ধী” সিনেমার পোশাক পরিকল্পনার জন্য শিরোপা পান।
১৯৯২ সালে সত্যজিৎ রায় সারাজীবনের কাজের স্বীকৃতি-স্বরূপ বিশেষ সন্মান পেয়েছিলেন।
২০০৯ সালে এ আর রহমান “স্লামডগ মিলিয়েনিয়ার” ছবির জয় হো গানের জন্য সেরার শিরোপা পেয়েছিলেন।
২০০৯ সালেই রসুল পুকুট্টি “স্লামডগ মিলিয়েনিয়ার” ছবিতে সাউন্ড মিক্সিং এর জন্য শিরোপা পান।
২০০৯ সালে গুলজার : “স্লামডগ মিলিয়েনিয়ার” ছবির “জয় হো…” গানের জন্য স্বীকৃতি পান।
২০২৩ সালে কার্তিকী গঞ্জালভেস “দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স” ছবির জন্য সেরা স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে শিরোপা পান ।
২০২৩ সালে এম এম কিরাভানি “আর আর আর” ছবির “নাটু নাটু..” গানের জন্য শিরোপা পেয়েছেন।
২০২৩ সালে চন্দ্রবোস “আর আর আর” ছবির “নাটু নাটু…” গানের জন্য পদক জয়ী। (ছবি : সংগৃহীত)

Related posts

Leave a Comment