ভারতে ৫-জি পরিষেবা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দুর্গাপুজোর ষষ্ঠীর দিনই ভারতে ৫-জি পরিষেবা চালু হল ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে দিল্লির প্রগতি ময়দানে এই পরিষেবা চালু হয়েছে ৷ ইন্ডিয়ান মোবাইল কনফারেন্স বা আইএমসি-র ষষ্ঠ সংস্করণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৷ এ বিষয়ে জানা যায়,আইএমসি ইভেন্টের উদ্দেশ্য হল- দেশে ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিস্তারের ফলে নতুন প্রযুক্তির উপস্থাপনা ও আলোচনার পথ প্রশস্ত করা ৷ এক্ষেত্রে উল্লেখ করা হয়েছে,৫জি পরিষেবা ভারতে যত দ্রুত ছড়িয়ে পড়বে, দেশের অর্থনীতির উপরও তার সুফল পড়বে ৷ ২০৩৫ সালের মধ্যে ভারতে সাড়ে চারশো বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত চলে যাবে ৫-জি সম্পর্কিত ব্যবসা ,এমনটাই জানানো হয়েছে। (ছবি : সংগৃহীত )