Entertainment 

ভূতপরী: ভয়ের পাশাপাশি রহস্য ও রোমাঞ্চের আভাস মিলল জয়া আহসানের ছবিতে

সৌকর্য ঘোষালের নতুন ছবি ‘ভূতপরী’র ট্রেলার প্রকাশ্যে এসেছে। ছবিতে বনলতার অতৃপ্ত আত্মার গল্প দেখানো হবে। বনলতা একটি গ্রামের মেয়ে। সে নিহত হয়েছিল। কিন্তু তার আত্মা শান্তি পায়নি। সে এখন গ্রামবাসীদের ভয় দেখায়। তবে সে ক্ষতি করতে পারে না। যতক্ষণ না কেউ তাকে স্বপ্নে দেখে। যদি কেউ তাকে স্বপ্নে দেখে, তাহলে সে সেই স্বপ্নের মাধ্যমে নিজের স্বার্থ চরিতার্থ করতে পারে।

ট্রেলারে দেখা যাচ্ছে, বনলতার আত্মা একটি ছোট্ট ছেলের স্বপ্নে আসে। ছেলেটির নাম সুমন। সুমন বনলতার সাথে বন্ধুত্ব করে। বনলতা সুমনকে সাহায্য করে। কিন্তু বনলতার আসল উদ্দেশ্য কী? সে কি শুধু সুমনের বন্ধু হতে চায়? নাকি তার অন্য কোনো উদ্দেশ্য আছে?

ট্রেলার দেখে মনে হচ্ছে, ‘ভূতপরী’তে গা ছমছমে ভয়ের পাশাপাশি রহস্যের রোমাঞ্চও থাকবে। ছবিতে জয়া আহসান, ঋত্বিক চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী ও বিষান্তক মুখোপাধ্যায় অভিনয় করেছেন। ছবিটি আগামী ৯ ফেব্রুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে।

ছবির পরিচালক সৌকর্য ঘোষাল বলেন, “গুপী গাইন বাঘা বাইন’-এর ‘ভূতের রাজা’ আমার বরাবরের অনুপ্রেরণা। আর সেই কারণেই মানুষ আর ভূতের এই ফ্যান্টাসির সঙ্গে আমি কানেক্ট করতে পারি।”

Related posts

Leave a Comment