ভ্যালেন্টাইন্স ডে
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : আজ ভ্যালেন্টাইন্স ডে। দিনটিকে ঘিরে থাকে বিশেষ পরিকল্পনা। রয়েছে তাৎপর্যও। প্রতি বছর ভ্যালেন্টাইন্স উইক এলেই সঙ্গীর চোখে নিজেকে সেরা হিসেবে সাজিয়ে তোলার প্রচেষ্টা দেখা যায়। এই সময় কেনাকাটার একটা অঙ্গাঙ্গী সম্পর্ক থেকেই যায়। শরীরের পোশাক থেকে গয়না সহ মেকআপ সবেতেই বাড়তি নজর থাকে।
এই দিনে গোলাপ উপহার দেওয়ার চল প্রাচীন কাল থেকেই চলে আসছে। পোশাকের সঙ্গে নিজেকে নিখুঁত স্টাইলে সাজানোর বাড়তি প্রয়াস থাকে। দিনটি উদযাপন হয়ে থাকে মূলত সম্পর্কের ভিত্তিতে।
প্রতি বছর ভ্যালেন্টাইন্স উইক এলেই এক ধাক্কায় দাম বেড়ে যায় গোলাপের। ৫ টাকার গোলাপের দাম অনেকটাই বেড়ে যায়। ব্র্যান্ডেড চকোলেট ও টেডি বিয়ারের বাজারও থাকে রমরমা। ভ্যালেন্টাইন্স ডে-র দিন উপচে পড়া রেস্তোরাঁ বা কাফেতে ভিড়। অপেক্ষায় থাকা জুটিকে জায়গা ছেড়ে দিতে হয় স্বল্প সময়ের মধ্যে ।
ভ্যালেন্টাইন্স ডে-র বিশেষ দিনে অনেকেই রেস্তোরাঁ বা কাফেতে যেতে চান না। অনেক স্থানে এই তাৎপর্যপূর্ণ দিনে একটা ঘর সুন্দর করে সাজিয়ে জুটিদের জন্য খাওয়া-দাওয়ার বন্দোবস্ত করা হয়ে থাকে। এক্ষেত্রে কাস্টমাইজেশন আর পার্সোলাইজেশনই এই আতিথেয়তার মূল কথা হয়ে থাকে । জুটিদের একটি সুন্দর সময় কাটানোর বিশেষ ব্যবস্থা করে দেওয়া হয়। (ছবি: সংগৃহীত)