রঙিন উৎসব
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: খোপায় পলাশ ফুল। হাতে নানা রঙের আবিরের থালা। একে অপরের মুখ রাঙিয়ে দেওয়ার পর্ব চলছে। গান-হই-হুল্লোড় ও মেলাই আনন্দ। বসন্ত জাগ্রত দুয়ারে। রঙিন উৎসবে মাতছে বঙ্গবাসী। বাতাসে উড়ছে লাল হলুদ সহ রকমারি আবির। নাচ-গানের তালে তালে রঙ মেখে কোমর দোলানো এক ভিন্ন অনুভূতি।
(ছবি: সংগৃহীত)