রাখিবন্ধন উৎসব : মহাজাগতিক ঘটনা
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : রাখিবন্ধন উৎসব। রাখি উৎসব ভাই-বোনদের একটি অন্যতম উৎসব হিসেবে পরিচিত। রাখি বন্ধন উৎসব এই বছর পালিত হবে ৩০ আগস্ট ও ৩১ আগস্ট। প্রস্তুতি শুরু ভাই-বোনেদের। উল্লেখ্য,প্রাচীন যুগ থেকে ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে হাতে রাখি পরিয়ে দেওয়ার রেওয়াজ রয়েছে বোনেদের। বোনের সুরক্ষার দায়িত্বও নিয়ে থাকে ভাইয়েরা। অন্যদিকে রাখিপূর্ণিমায় বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকবে গোটা বিশ্ব। আকাশে দৃশ্যমান হবে বিরল সুপার ব্লু মুন। জ্যোতিবিজ্ঞানীদের মতে, অনুসূর অবস্থানে থাকাকালীন পূর্ণিমা হলে চাঁদকে পৃথিবী থেকে দেখতে অনেক বড় মনে হয়। সেই চাঁদকে বলা হয়ে থাকে “সুপারমুন”। অন্য ক্ষেত্রে এক মাসে দু’বার পূর্ণিমা হলে তখন তার বিরলতা বোঝানোর জন্য বলা হয় “ব্লু মুন”। তবে বিজ্ঞানীরা বলছেন, চাঁদের রং নীল হয় না। তা সাদাই থাকে।
(ছবি: সংগৃহীত)