ল্যান্ডফলের পরই “মিধিলি”-র শক্তিক্ষয়
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি:ল্যান্ডফলের পরই শক্তি হারিয়ে ফেলল “মিধিলি” । দুর্যোগের আবহাওয়া থেকে মুক্তি পেল এপার ওপার বাংলা। তবে গতকাল সকাল থেকেই প্রায় সূর্যের দেখা মেলেনি। চলতে থাকে ঝোড়ো হাওয়া। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছিল আবহাওয়া দফতর। এক্ষেত্রে জানা গিয়েছে,দিঘার প্রায় ২১০ কিলোমিটার দূর দিয়ে ঘন্টায় প্রায় ২৬ কিলোমিটার বেগে “মিধিলি” এগিয়ে চলেছিল বাংলাদেশের মংলা ও খেপুপাড়ার মধ্যবর্তী অঞ্চল দিয়ে। পরবর্তী সময়ে বাংলাদেশের উপকূল দিয়ে ল্যান্ডফল করে। ঝড়ের সর্বোচ্চ গতি পৌঁছায় ৮৫ কিলোমিটার।
(ছবি: সংগৃহীত)