Entertainment 

সিরিজের পর প্রথমবার ছবিতে অভিনয় করবেন দেবাশিস ও প্রিয়াংকা!

পরিচালক শঙ্খ ভট্টাচার্যের প্রথম ছবিতে শাহিদের গল্প ১৯৯২ সালের বাবরি মসজিদ ধ্বংসের পর কলকাতায় দাঙ্গা হয়। এই দাঙ্গার সময় এক মুসলিম মহিলা রাস্তায় শাহিদ নামে এক হিন্দু যুবককে কুড়িয়ে পান। বর্তমান সময়ে সাংবাদিক ভাস্বতী মজুমদারের লেখা বই থেকে ফিরে আসে শাহিদের আখ্যান।

এই দুটো ঘটনার মধ্যে কি কোনও যোগসূত্র রয়েছে? অতীত ঘেঁটে কি বর্তমান সময়ে কঠিন কোনও সত্য প্রকাশ্যে আসবে? এই প্রেক্ষাপটেই পরিচালক শঙ্খ ভট্টাচার্য তাঁর প্রথম ছবির পরিকল্পনা করেছেন।

এই সাসপেন্স থ্রিলারে শাহিদের চরিত্রে অভিনয় করবেন দেবাশিস মণ্ডল। অন্য দিকে, ভাস্বতীর চরিত্রে রয়েছেন প্রিয়ঙ্কা সরকার। পরিচালক দীর্ঘ দিন সিরিয়ালে কাজ করেছেন। তাঁর পরিচালিত একটি ওয়েব সিরিজ়ও মুক্তির অপেক্ষায়। নতুন ছবি নিয়ে তিনি বেশ আশাবাদী।

শঙ্খ বললেন, ‘‘এ রকম জুটি তো আগে দেখা যায়নি। প্রিয়ঙ্কা এবং দেবাশিসকে সম্পূর্ণ আলাদা ভাবে এই ছবিতে তুলে ধরতে চাইছি। আশা করি, দর্শকদের ছবিটা পছন্দ হবে।’’

Related posts

Leave a Comment