আইসিসি-র মাস সেরা ক্রিকেটার ফখর জামান
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : মাস সেরা ফখর। আইসিসি-র এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের সম্মান পেলেন পাকিস্তান দলের ক্রিকেটার ফখর জামান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। দুটি ম্যাচ জেতানো শতরানও করেছেন তিনি। তাঁর সঙ্গে সেরা হওয়ার দৌড়ে ছিলেন নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যান ও শ্রীলঙ্কার স্পিনার প্রভাত জয়সূর্য। মহিলা ক্রিকেটারদের বিভাগে মাস সেরা হয়েছেন তাইল্যান্ডের নারুয়েমোল চাওয়াই।

