আবহাওয়া বার্তা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দেশের বেশ কিছু রাজ্যে বৃষ্টি হয়ে চলেছে। দুর্গাপুজোর মুখে বৃষ্টি মানুষের দৈনন্দিন জীবনে ব্যাঘাত ঘটিয়ে চলেছে। দিল্লির মৌসম ভবন সূত্রে জানানো হয়েছে,২২সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বৃষ্টি চলবে ২৬ তারিখ পর্যন্ত। পাশাপাশি অরুণাচল প্রদেশে ২৩ সেপ্টেম্বর ও ২৪ সেপ্টেম্বর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবার অসম, মেঘালয় সহ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টির ইঙ্গিত। আইএমডি -র বক্তব্য অনুযায়ী জানা গিয়েছে, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ ও মেঘালয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। (ছবি: সংগৃহীত)

