আবার আগামী আগমনীর প্রতীক্ষা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও অভিনন্দন। বড়দের প্রণাম ও ছোটদের আশির্বাদ। আবার আগামী আগমনীর প্রতীক্ষা। দেশ-বিদেশ ও বিশ্বের সব মানুষ সুস্থ থাকুন এ কামনা করি দেবী মা দুর্গার কাছে। উৎসবের কোনও সমাপ্তি নেই। সাময়িক মন খারাপ ও শুন্যতা অনুভব হয় শুধু। নতুন করে কাজে ডুবে যাওয়াটাই প্রকৃত উৎসব। সকলের মঙ্গল ও উপকার করাটাই প্রকৃত উৎসবের সাফল্য। স-পরিবারে সুস্থ থাকুন এ প্রত্যাশা রাখি দেবী মহামায়ার কাছে। (ছবি: সংগৃহীত)

