আলফ্রেড নোবেলের জন্মদিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সুইডিশ রসায়নবিদ আলফ্রেড নোবেল ১৮৩৩ সালের ২১ অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন। সুইডেনের স্টকহলমে তাঁর জন্ম। তিনি লিখেছিলেন উপন্যাস,নাটক ও কবিতাও। একজন ব্যবসায়ী হিসেবেও তিনি পরিচিত ছিলেন। নোবেল ফাউন্ডেশন গঠন হয়েছিল তাঁর নির্দেশ মতো। প্রতি বছর নোবেল পুরস্কারে সম্মানিত করা হয় তাঁর দেওয়া অর্থ থেকেই। তিনি আজও বিশ্বখ্যাত হয়ে রয়েছেন। তাঁর জন্মদিবসে স্মরণ ও শ্রদ্ধা।

