উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রচেষ্টা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:ফিজিক্স,কেমিস্ট্রি ও বায়োলজির মতো বিষয়গুলির প্রাক্টিক্যাল ক্লাস সংসদের ওয়েবসাইট ও বাংলার শিক্ষা পোর্টাল আপলোড করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। উচ্চমাধ্যমিকের পড়ুয়াদের জন্য বিশেষ উদ্যোগ নিতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । প্রাক্টিক্যাল ক্লাস এবার অনলাইনে নিতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। সূত্রের খবর,৩১ জানুয়ারির মধ্যে এই কাজ শেষ করবে সংসদ। ১ ফেব্রুয়ারি থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইট ও বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা অনলাইনে প্র্যাকটিক্যাল ক্লাসগুলি দেখে নিতে পারবে।
উল্লেখ করা যায়,মূলত ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ থেকে প্র্যাক্টিকাল পরীক্ষা শুরু। শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে এই প্রাক্টিক্যাল ক্লাসগুলি অনেকটাই উপকারে আসবে বলে মনে করা হচ্ছে। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এ বিষয়ে জানিয়েছেন,দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ ছিল। প্রাথমিকভাবে কিছুটা স্কুল খুলে প্রাক্টিক্যাল ক্লাস করানো গেলেও আবারও স্কুল বন্ধ হয়েছে করোনা আবহে । এক্ষেত্রে ছাত্র-ছাত্রীরা যাতে প্রাক্টিক্যাল ক্লাস সম্পর্কে বিস্তারিত ধারণা তৈরি করতে পারে তার জন্যই এই প্রচেষ্টা। প্রাক্টিক্যাল ক্লাস ১ ফেব্রুয়ারি থেকে অনলাইনে দেখতে পারবে ছাত্র-ছাত্রীরা।

