ubercup and sindhuBreaking News Others Sports 

উবের কাপ ব্যাডমিন্টনে শেষ আটে সিন্ধুরা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: চলতি উবের কাপ ব্যাডমিন্টনে কোয়াটার ফাইনালে পৌঁছলেন ভারতীয় মহিলা দল। শেষ আটে গেলেন সিন্ধুরা। ৪-১ ফলাফলে পরাজিত করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রকে। প্রথম সিঙ্গলসে সহজেই জয় পেলেন অলিম্পিকে জোড়া পদকজয়ী পি ভি সিন্ধু। তিনি জেনি গাইকে হারালেন। সিন্ধুর পক্ষে ম্যাচের ফলাফল: ২১-১০,২১-১১। ডাবলসেও ভারতের নতুন জুটি তানিশা ক্রাস্ত ও তৃষা জোলি হারালেন ফ্রান্সেসকা করবেট ও আলিসন লি জুটিকে।

Related posts

Leave a Comment