weather reportBreaking News Enviornment Others 

উষ্ণতম নববর্ষ : আসল শীত অধরা : কুয়াশার আস্তরণ

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি:উষ্ণতম নববর্ষ। আইএমডি সূত্রের খবর,১২৩ বছরের ইতিহাসে ২০২৩ সাল ছিল দেশের দ্বিতীয় উষ্ণতম বছর। ইংরেজি নতুন বছরের প্রথম দিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হাওয়ার প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভোরে বা সকালে কুয়াশা থাকছে। অন্যদিকে উত্তর-পশ্চিম ও মধ্য ভারত হয়ে দেশের পূর্ব অংশে কুয়াশার আস্তরণ। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন,উত্তুরে হাওয়ার জোর না বাড়লে শীতের তীব্রতা বাড়বে না। পশ্চিমে আফগানিস্তান থেকে পুবে ত্রিপুরা পর্যন্ত এলাকা কুয়াশার দখলে চলে যাওয়ার কারণে আসল শীত এই মুহূর্তে অধরা। দিল্লিতে লাল সতর্কতা জারি। ঘন কুয়াশা ও আকাশ মেঘলাযুক্ত হওয়ায় এই সতর্কতা। দিল্লি,পাঞ্জাব ও হরিয়ানা সহ কয়েকটি রাজ্যে এই সতর্কতা জারি করা হয়েছে। (ছবি:সংগৃহীত)

Related posts

Leave a Comment