ওয়ান-ডে সিরিজে পাক দাপট
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রীতিমতো দাপট দেখাল বাবররা। ৩টি ওয়ান-ডে সিরিজে পাকিস্তান ৩-০ ব্যবধানে পরাজিত করল ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ওয়ান-ডে ম্যাচে পাক দল ডি এল পদ্ধতিতে জয় পেল। ৫৩ রানে তাঁরা জয়ী হয়েছে। ৪৮ ওভারের ম্যাচ করে দেওয়া হয়েছিল। প্রথমে ব্যাট করে পাকিস্তান তুলে ছিল ৯ উইকেটে ২৬৯ রান। এর প্রত্যুত্তরে ক্যারিবিয়ানরা ২১৬ রান তোলে। শাদাব খান ৮৬ রান করেন।

