কংগ্রেসের নয়া সভাপতি মল্লিকার্জুন খাড়গে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কংগ্রেসের নয়া সভাপতি হলেন মল্লিকার্জুন খাড়গে ৷ পরাজিত হলেন শশী থারুর। এই পদে নির্বাচনে ভোট ৯৩১৫টি। শশী থারুর পেলেন মাত্র ১০৭২ ভোট । রীতিমতো বড় ব্যবধানে জয়ী হয়ে খাড়্গেই হলেন কংগ্রেসের নতুন সভাপতি ৷
উল্লেখ করা যায়, দীর্ঘ ২৪ বছর পর গান্ধি পরিবারের বাইরে কেউ কংগ্রেসের সভাপতি পদে আসীন হলেন। আবার জাতীয় কংগ্রেসের ১৩৭ বছরের ইতিহাসে এই নিয়ে ষষ্ঠবার সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হল। ইতিপূর্বে ২০১৭ সালে রাহুল গান্ধি বিনা লড়াইয়ে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। সারা দেশে কংগ্রেসের শক্তি বাড়ানোর লক্ষ্যে এই পদক্ষেপ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

