কর্ণাটক : কংগ্রেসের উল্লাস : পরবর্তী মুখ্যমন্ত্রী কে?
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: ২০২২সালে হিমাচলপ্রদেশে জয়ের স্বাদ পায় কংগ্রেস ৷ বছর ঘুরতেই আবার সাফল্য।এবার কর্ণাটকের হাত ধরে। এক্সিট পোলের আভাস কংগ্রেসের পক্ষে গড়াতে থাকে। ২২৪ আসন বিশিষ্ট কর্ণাটক বিধানসভার ভোট গণনায় ১১৩ ম্যাজিক ফিগার অতিক্রম করছে। এই মুহূর্তে ১২৩টি আসনের কাছাকাছি রয়েছে কংগ্রেস ৷নির্বাচন কমিশনের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী জানা গিয়েছে, কর্ণাটকে এখনও পর্যন্ত কংগ্রেস প্রায় ৪২.৯৩ শতাংশ ভোট পেয়েছে ৷ বিজেপির প্রাপ্ত ভোট ৩৬.১৭ শতাংশ। জেডিএস-এর প্রাপ্ত ভোট ১২.৯৭ শতাংশ ভোট ৷ রাজনৈতিক বিশ্লেষকরা নজর রেখেছেন কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হচ্ছেন সেদিকে ৷ এগিয়ে থাকা প্রার্থীদের হোটেল বন্দি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে কংগ্রেস,এমনটাও শোনা যাচ্ছে। ইতিমধ্যেই কংগ্রেস নেতা ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বরুণ বিধানসভা কেন্দ্রে এগিয়ে। তাঁর প্রতিপক্ষ প্রার্থী বিজেপি মন্ত্রী ভি সোমান্না। কংগ্রেসের অন্দর মহলের খবর, জোর জল্পনা চলছে মুখ্যমন্ত্রী হিসাবে তাঁকেই দায়িত্বভার দেওয়া হতে পারে ৷ কংগ্রেস নেতা বি কে হরিপ্রসাদ প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান, “কর্ণাটকের ফল ২০২৪-এর আগে বিজেপি-কে মানুষের বার্তা ৷” ফলাফল বিজেপি-র মিথ্যে প্রতিশ্রুতি ও নেতিবাচক রাজনীতির বিরুদ্ধে গিয়েছে বলে দাবি করলেন তিনি ৷ ডি কে শিবকুমার নাকি সিদ্দারামাইয়া,কে হবেন কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী,সে বিষয়ে চোখ রেখেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
এই সিদ্ধান্ত নেওয়া কংগ্রেসের কাছে সবথেকে কঠিন চ্যালেঞ্জ,রাজনৈতিক বোদ্ধাদের একাংশ বলছেন ৷ কংগ্রেসের দুই নেতাই মুখ্যমন্ত্রীর দাবিদার বলে জানা গিয়েছে ৷ ফলের নিরিখে কর্ণাটকে এক অর্থে কংগ্রেস ঝড় বলছেন বিশ্লেষকরা ৷ নিজে জয়ী হলেও কর্ণাটকে বিজেপি-র পক্ষ থেকে পরাজয় কার্যত স্বীকার করে নিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ৷ উল্লাসে মাততে দেখা গেল কংগ্রেস কর্মী সমর্থকদের। (ছবি: সংগৃহীত)

