weather 28 aprilBreaking News Others 

কালবৈশাখীর তাণ্ডব: বজ্রপাতে মৃত্যু

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: কালবৈশাখীর তাণ্ডব। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। এর প্রভাবে রাজ্যজুড়ে বজ্রপাতে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ আগামীকাল দক্ষিণবঙ্গ জুড়ে দফায় দফায় বৃষ্টিপাত হয়েছে। দুপুরের পর বিকেলের দিকে আকাশ মেঘলা করে বৃষ্টি নামে ৷ তার জেরেই কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত শুরু হয় ৷ বিভিন্ন জেলায় বজ্রপাতে এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ৩ জনের মৃত্যু হয়েছে মুর্শিদাবাদ জেলায়। হাওড়ায় ৩ জন ও বর্ধমান জেলায় ৪ জনের মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনা জেলায় ২ এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। (ছবি:সংগৃহীত)

Related posts

Leave a Comment