ক্যারিবিয়ান ক্রিকেটে আবার চন্দ্রপল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আর এক চন্দ্রপল ক্যারিবিয়ান ক্রিকেট দলে। ওয়েস্ট ইন্ডিজ দেশের হয়ে ক্রিকেট খেলেছেন শিবনারায়ণ চন্দ্রপল। এবার ওয়েস্ট ইন্ডিজ দলে জায়গা পেলেন তাঁর পুত্র তেজনারায়ণ চন্দ্রপল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে স্থান পেলেন তেজনারায়ণ। প্রথম শ্রেণির ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের গায়ানার হয়ে এই বাঁহাতি ব্যাটসম্যান ২৬৬৯ রান করেছেন। ওয়েস্ট ইন্ডিজ দেশের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স জানিয়েছেন,ওদের মতো তরুণদেরই সুযোগ দেওয়া দরকার।

