চুনী গোস্বামীর জন্মদিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আজকের দিনে চুনী গোস্বামী জন্মগ্রহণ করেছিলেন। ১৯৩৮ সালের ১৫ জানুয়ারি তাঁর জন্ম। দক্ষ ফুটবলার ছিলেন তিনি। ফুটবল ছাড়াও তিনি দীর্ঘদিন রঞ্জি ট্রফিতে বাংলার অধিনায়কত্ব করেছেন। মোহনবাগান ক্লাবে খেলা শুরু করেছিলেন তিনি। আজীবন মোহনবাগান ক্লাবেই তিনি জুড়ে-জড়িয়ে ছিলেন। ১৯৮৩ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন তিনি। তাঁর জন্মদিবসে আমাদের স্মরণ ও শ্রদ্ধা।

