southafrica winBreaking News Others Sports World 

জয়ী দক্ষিণ আফ্রিকা

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি:বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারাল দক্ষিণ আফ্রিকা। ১৯০ রানে জয় পেয়েছে সাউথ আফ্রিকা। এই মুহূর্তে তালিকায় শীর্ষে দক্ষিণ আফ্রিকা। ম্যাচ সেরা হয়েছেন ফান ডার ডুসেন। জোড়া শতরান করে জয় ছিনিয়ে নিলেন কুইন্টন ডি-কক ও ফান ডার ডুসেন। কুইন্টন ১১৬ বলে ১১৪ রান করেছেন। ডুসেন ১১৮ বলে ১৩৩ রান করেছেন। ম্যাচের ফলাফল: ৩৫৭-৪(৫০), নিউজিল্যান্ড ১৬৭ (৩৫.৩)। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment