জ্ঞানের আলো(সাধারণ জ্ঞান)
চাকরির যাবতীয় পরীক্ষা,কুইজ কম্পিটিশন বা বিভিন্ন রিয়ালিটি শো -তে জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। বিষয়টির প্রতি গভীরতা ও আকর্ষণ না থাকলে সাফল্য লাভ করা যায় না। তাই নবরূপে নতুন আঙ্গিকে সব রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তুলে ধরা হল গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের বেশ কিছু প্রশ্ন-উত্তর। নজর রাখুন সাফল্য আসবেই ।
1) কোন দেশ “নো মানি ফর টেরর” সম্মেলনের আয়োজক?
উত্তরঃ ভারত।
2) “ইন্ডিয়ান বায়োলজিক্যাল ডেটা সেন্টার” (IBDC) কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে?
উত্তরঃ হরিয়ানা।
3) কোন প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার রেজিলিয়েন্স অ্যাক্সিলারেটর ফান্ড (IRAF)ঘোষণা করেছে?
উত্তরঃ সিডিআরআই।
4) কোন কেন্দ্রীয় মন্ত্রক “পরিবহন 4 অল চ্যালেঞ্জ স্টেজ-2 এবং সিটিজেন পারসেপশন সার্ভে-2022” চালু করেছে?
উত্তর: আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয়।
5) কোন কেন্দ্রীয় মন্ত্রক “মাতৃভাষা সার্ভে অফ ইন্ডিয়া” (MTSI) পরিচালনা করেছে?
উত্তর: স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
6) 103 তম সংবিধান সংশোধনীতে কী আনা হয়েছিল, যা সম্প্রতি খবরে দেখা গেছে?
উত্তর: অর্থনৈতিকভাবে দুর্বল অংশের জন্য 10 শতাংশ কোটা (EWS)।
7) ভারতের কোন মিউনিসিপ্যাল বন্ড সফল তালিকায় কেস স্টাডির জন্য মার্কিন ট্রেজারি দ্বারা নির্বাচিত হয়েছে?
উত্তর: ভাদোদরা।
8) উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের মূল্যায়ন এবং স্বীকৃতি জোরদার করার জন্য গঠিত প্যানেলের প্রধান কে?
উত্তরঃ কে রাধাকৃষ্ণণ।
9) সাংবাদিকদের বিরুদ্ধে “অপরাধের দায়মুক্তির অবসানের আন্তর্জাতিক দিবস”কবে পালিত হয়?
উত্তরঃ ২ নভেম্বর।
10) কর্ণাটক, কেরালা এবং অন্ধ্রপ্রদেশ সহ সাতটি রাজ্য কোন দিনে তাদের প্রতিষ্ঠা দিবস পালন করে?
উত্তরঃ ১ নভেম্বর।
11) কোন শহর “ইন্ডিয়া কেম 2022” সম্মেলনের আয়োজক?
উত্তর: নয়াদিল্লি।
12) কোন দেশের রাষ্ট্রপতিকে জাতীয় নিরাপত্তা কৌশল (NSS) বের করার জন্য বাধ্য করা হয়েছে?
উত্তরঃ USA.
13) মাথাপিছু গ্রিনহাউস গ্যাস নির্গমনে সবচেয়ে বেশি অবদানকারী দেশ কোনটি?
উত্তরঃ USA.
14) কোন প্রতিষ্ঠান “এমপ্লয়মেন্ট আউটলুক অফ ইন্ডিয়া” রিপোর্ট প্রকাশ করে?
উত্তরঃ জাতীয় পরিসংখ্যান অফিস।
15) কোন প্রতিষ্ঠান “প্রধান ছত্রাকের প্যাথোজেনের তালিকা” প্রকাশ করেছে?
উত্তরঃ WHO.
16) “ব্লু ফ্ল্যাগ সৈকত”-এর তালিকায় যোগ করা মিনিকয় থুন্ডি সৈকত এবং কদমত সৈকত কোন রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চলে অবস্থিত?
উত্তরঃ লাক্ষাদ্বীপ।
17) কোন রাজ্য শিশুদের বিরুদ্ধে সাইবার-অপরাধ প্রতিরোধে “কুঞ্জপ” মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে?
উত্তরঃ কেরালা।
18) সেন্টি-মিলিয়নেয়ারের উত্থানের উপর বিশ্বব্যাপী গবেষণায় ভারতের স্থান কত?
উত্তরঃ তৃতীয়।
19) প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা (PMGSY)-III কোন রাজ্যে চালু করা হয়েছে?
উত্তরঃ হিমাচল প্রদেশ।
20) “দুর্গাবতী টাইগার রিজার্ভ” কোন রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চলে অবস্থিত?
উত্তরঃ মধ্যপ্রদেশ।

