টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বপ্নভঙ্গ হল ভারতের। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হার। বড় ম্যাচে ফের একবার নিজেকে প্রমাণ করলেন বিরাট কোহলি। করলেন অর্ধশতরানও। অনবদ্য ইনিংস বলা চলে। টি-২০ বিশ্বকাপের চতুর্থ হাফ সেঞ্চুরি করলেন কোহলি। বিরাট ও হার্দিক পান্ডিয়ার ব্যাটে নির্ভর করেই ১৬৮ রান তোলে ভারত। কে এল রাহুল ফ্লপ ব্যাটিংয়ে। রোহিত শর্মাও বড় রান করতে পারলেন না। শেষ পর্যন্ত ভারতকে ১০ উইকেটে হারিয়ে ইংল্যান্ড ফাইনালে পৌঁছে গেল। রবিবার পাকিস্তানের মুখোমুখি ইংল্যান্ড । ভারতের করা ১৬৮ রান ইংল্যান্ড ১৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে তুলে দেয়। (ছবি: সংগৃহীত)

