টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের জয়ী ভারত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের জয়ী ভারত। আরও একবার অসাধারণ ব্যাটিং করলেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করে দলকে জেতানোর পর নেদারল্যান্ডের বিরুদ্ধে ৪৪ বলে ৬২ রানের অপরাজিত ইনিংস খেললেন। এই ম্যাচের ফলাফল: ভারত-১৭৯-২ (২০)। নেদারল্যান্ড-১২৩-৯(২০)। ৫৬ রানে জয়ী হল ভারত। ম্যাচ সেরা হয়েছেন সূর্যকুমার যাদব। এই জয়ের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানে ২টি ম্যাচে দুটি জয় পেয়েছে ভারত। দ্বিতীয় গ্রুপে আপাতত শীর্ষে ভারত। পয়েন্ট দাঁড়াল ৪।

