টেনিসের নতুন তারকা আলকারাজ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: টেনিসের নতুন তারকা আলকারাজ। টেনিস দুনিয়া তরুণ চ্যাম্পিয়নকে কুর্নিশ জানাল। নাদালের দেশে নতুন তারকার জন্ম হল। যুক্তরাষ্ট্র ওপেনে ফাইনালে ক্যাসপার রুদকে হারিয়ে জিতলেন কার্লোস আলকারাজ। স্পেনের এই তারকা জয়ী হলেন ৬-৪,২-৬,৭-৬ (৭-১)ও ৬-৩। ১৯ বছর বয়সী এই তারকা নজির গড়লেন। সব চেয়ে কম বয়সে বিশ্বের এক নম্বর হলেন। ২০০১ সালে লেটন হিউইট ২০ বছর বয়সে বিশ্বের এক নম্বর হয়েছিলেন।

