তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দেশের উত্তর-পূর্ব এলাকায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। মৌসম ভবন সূত্রের খবর, দেশের বিভিন্ন প্রান্তে বেড়ে চলেছে গরমের তীব্র দাপট ৷ সূর্যের তাপ বেড়েই চলেছে। আরও তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত ৷ মৌসম ভবন সূত্রে আরও খবর, দেশের উত্তর-পশ্চিম, মধ্য ও পশ্চিম ভারতে তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে বঙ্গে বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল হচ্ছে ৷ দিল্লি সহ বেশ কিছু রাজ্যে ব্যাপক গরমের আবহাওয়া ৷ সর্বাধিক তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি ৷ (ছবি:সংগৃহীত)

